আজ আমরা অনুভূতিশূন্য….কারণ?
চোখের সামনে খবর, টিভিতে,
লাদাখে সেনা জওয়ান এর মৃত্যু,
নদিয়ার ছেলে, বীরভূমের ছেলে,
তামাম ভারতের কোনে কোনে থাকা
তরতাজা, টগবগে বন্দুক হাতে
‘জয় ভারত’ বলে গর্জে ওঠা ছেলে।
সোফায় গা এলিয়ে বসেও কাঁপিয়ে দিল এই দৃশ্য।
কিশোর, কিশোরীর আত্মহত্যা,
শুধু একটা স্মার্টফোন হাতে নেই বলে
অন্ লাইন ক্লাস করতে পারলো না তাই।
অজানা, অচেনা একটা মারণ জীবানু
লক্ষ লক্ষ প্রাণ কেড়ে নিল… দেখছি,
চমকেও উঠছি;
প্রকৃতির ধ্বংসলীলা আমফান,
মানুষের দুর্দশার অকল্পনীয় দৃশ্য…জানি এগুলো সবাই জানে, সবাই দেখে
কিন্তু…
এর সঙ্গে মিশে আছে বানিজ্য!
স্বামী-স্ত্রীর খাবার অর্ডার, অট্টালিকা বানানোর উপকরণ, অতিমূল্যের খাদ্যসামগ্রী, ত্বক, চুল রক্ষার সামগ্রী,
আনন্দ উল্লাসে ফেটে পড়া বিজ্ঞাপন,….ও তাই তো…হৃদয় বিদারক খবর জনসমক্ষে নিয়ে আসাটাতো এদেরই অবদান!
অতএব মন খারাপ কোরোনা,
ভুলে যাও, চীজ খাও, ম্যাগি খাও, জে কে গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে খাবার বানাও।
এক লহমায় ভুলে যাও পৃথিবীর সব দুর্দশার কথা।
হ্যাঁ ভুলে যাও, ভুলতে তোমায় হবেই…
অনুভূতিশূন্যতাকে দোষ দিয়ে
কি লাভ????

Dr. Lolita Ghoshal

Dr. Lolita Ghoshal is Associate Professor and HOD, Political Science, Sovarani Memorial College, Jagatballavpur, Howrah. She has publications on Multi-disciplinary Psycho-social issues in Academic Journals of various Universities and Educational bodies.

One of her eminent works include ‘Women Executives in India’ Paper published in Rabindra Bharati Journal of Political Science or ‘ভারতীয় প্রশাসনে মহিলা’: একটি সমীক্ষা Indian School of Social Sciences সমাজ সমীক্ষা.

By

Leave a Reply

Your email address will not be published.